Alipur : বিশ্ব বাঘ দিবসে বক্সার জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার

Alipur : বিশ্ব বাঘ দিবসে বক্সার জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার

Jul 30, 2023 - 18:39
 0  4

বিশ্ব বাঘ দিবসে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জন্য খুশির খবর দিল কেন্দ্র সরকার। রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। যে সময় মানুষের মনে সন্দেহ দানা বেঁধে ছিল যে, আদৌ বক্সায় বাঘের অস্তিত্ব আছে কিনা, ঠিক সে সময় ব্যাঘ্র সুমারির রিপোর্ট পেশ করে বক্সাতে একটি রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। যার ফলে খুশির হাওয়া উত্তরের জঙ্গলমহলে। শনিবার উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের ব্যাঘ্র শুমারির রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। সেই রিপোর্ট প্রকাশের পরেই দেখা যায় বক্সায় একটি রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা লিপিবদ্ধ আছে ওই রিপোর্টে। উত্তরবঙ্গের জঙ্গলে মোট দুটি রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে ওই রিপোর্ট। তারই মধ্যে একটি রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পে। এই খবরে সাধারণ মানুষের সঙ্গে খুশিতে মেতেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। পরিবেশ প্রেমিরাও এই খবরের যথেষ্টই উচ্ছ্বাসিত। এর আগে ২০১৮ সালে ব্যাঘ্র সুমারিতে বক্সার জঙ্গলে কোন বাঘের অস্তিত্ব স্বীকার করেনি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ এর একুশে ডিসেম্বর বক্সয় রয়েল বেঙ্গলের অস্তিত্বের কথা জানিয়ে, বুক্সার গভীর জঙ্গলে ট্রাপ ক্যামেরায় তোলা রয়েল বেঙ্গলের ছবি প্রকাশ করেছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ক্ষেত্র উপাধিকর্তা পারভিন কাসওয়ান বলেন, এটা আমাদের জন্য খুবই ভালো খবর, আশা করছি পরবর্তী ব্যাঘ্র শুমারিতে বাঘের সংখ্যা বক্সা তে বাড়বে। বক্সা কে বাঘের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই দুটো বনো বস্তি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। #alipurduar #worldtigerday #buxar #breakingnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow