Tripura: দিব্যাঙ্গ হওয়ার কারণে পাঁচ বছরের শিশুকে সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকার মা, বাবার
Tripura: দিব্যাঙ্গ হওয়ার কারণে পাঁচ বছরের শিশুকে সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকার মা, বাবার
আবারো সামাজিক অবক্ষয়ের নগ্নচিত্র প্রকাশ্যে উঠে এলো দক্ষিন ত্রিপুরা জেলা বিলোনীয়া শহরের করুণা রায় স্মৃতি কলোনী এলাকায়। দিব্যাঙ্গ হয়ে জন্মানোর কারণে মা, বাবা নিজ সন্তানকে মেনে নিতে অস্বীকার করায় অবশেষে পাঁচ বছরের মুক বধির শুভজিৎ শীলের ঠিকানা হলো উদয়পুর শিশুগৃহে। ত্রিপুরায় একের পর এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটেই চলছে। ছেলে দিব্যাঙ্গ হওয়ার কারণে মা, বাবার মধ্যে কলহ লেগেই থাকতো প্রতিনিয়ত। সেই কলহকে কেন্দ্র করে অবশেষে নিজ সন্তানকে মেনে নিতে অস্বীকার করল মা,বাবা। জানা যায়, দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনীয়া করুণা রায় স্মৃতি কলোনী এলাকায় বসবাসকারী শঙ্কর শীল গত রাতে তার স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করেন, পেশায় তিনি গাড়ি চালক। এরপর তার স্ত্রী এলাকাবাসীর সহায়তায় কোনক্রমে রাত কাটিয়ে সকালে বিলোনীয়া মহিলা থানায় স্বামী শঙ্কর শীলের বিরুদ্ধে নির্যাতনের মামলা করে তার স্ত্রী বিলোনীয়া মহকুমার রাজনগর দুর্গাপুর এলাকায় বাপের বাড়িতে চলে যান। অপরদিকে শঙ্কর শীল ও যথারীতি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় পাঁচ বছরের দিব্যাঙ্গ ছেলে শুভজিৎ শীলকে ঘরে তালাবন্দি করে। এভাবে একটি শিশুকে ঘরে একা তালাবন্দি করে রেখে যাওয়ার ঘটনায় এলাকার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে গিয়ে ওই অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে খবর দেন দক্ষিণ ত্রিপুরা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড লাইনকে। খবর পেয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে। অভুক্ত শিশুটিকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন তারা। এই ব্যাপারে দক্ষিণ ত্রিপুরা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার জানান, শিশুটির বাবার সাথে যোগাযোগ করা হলে বাবাও শিশুকে গ্রহণ করতে অরাজি, অপরদিকে শিশুটির মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করলে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি ।পরবর্তী সময় শিশুটির মামা এবং দিদার সাথে কথা বলে জানা যায় শিশুটির মা ও শিশুটিকে নিতে নারাজ। এরপর পাঁচ বছরের মুখ বধির শুভজিৎ শীলকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ উদয়পুর শিশু গৃহে নিয়ে যায়। এখন থেকে শিশুটি শিশু গৃহেই বড় হবে পিতা-মাতার ভালোবাসা ছাড়া @ubanglatvofficial
What's Your Reaction?