Tripura: সরকারি ভাতা থেকে বঞ্চিত ৭০ বছরের বৃদ্ধ মতিলাল !
Tripura: সরকারি ভাতা থেকে বঞ্চিত ৭০ বছরের বৃদ্ধ মতিলাল !
৭০ বছরের বৃদ্ধ মতিলাল দেবনাথ। সিপাহীজলা ত্রিপুরা জেলা চরিলাম আর.ডি. ব্লকের অন্তর্গত দক্ষিণ ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে উনার বসত বাড়ি। স্ত্রী, ছেলে ও দুই মেয়েকে নিয়ে বৃদ্ধ মতিলাল দেবনাথ খুব কষ্ট করে দিনযাপন করছেন। বৃদ্ধ মতিলাল দেবনাথ শারীরিকভাবে সুস্থ না থাকায় ভিক্ষে করেই সংসার চালান। দীর্ঘ বহু বছর ধরেই বিশালগড় চরিলাম বিভিন্ন এলাকায় ভিক্ষে করতেন বৃদ্ধ মতিলাল দেবনাথ। কারোর কাছ থেকে ১ টাকা, কারোর কাছ থেকে ২ টাকা, ৫ টাকার বেশি ভিক্ষে পেতেন বৃদ্ধ মতিলাল দেবনাথ। কাদে সবসময়ই একটা ব্যাগ ঝুলিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, ভিক্ষে করে এনে দু'মুঠো খাবারের ব্যবস্থা করতেন বৃদ্ধ মতিলাল দেবনাথ। বর্তমানে বৃদ্ধ মতিলাল দেবনাথ হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। ভিক্ষে করা আর সম্ভব হচ্ছে না বৃদ্ধ মতিলাল দেবনাথের। ত্রিপুরার তৎকালীন সিপিআইএম নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরেছিল একটা সরকারি ভাতা পাওয়ার জন্য বৃদ্ধ মতিলাল দেবনাথ। কিন্তু, সিপিআইএম নেতাদের নিজেদের পকেট ভারি করার ব্যস্ততায় নজর দেইনি নিরীহ বৃদ্ধ মতিলাল দেব লনাথের উপর কেউই। ২০১৮ সালে ত্রিপুরাতে সরকার পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি বৃদ্ধ মতিলাল দেবনাথের। দক্ষিণ ব্রজপুর এলাকার পঞ্চায়েত প্রধান মিঠুন দেব বৃদ্ধ মতিলাল দেবনাথকে সরকারি ভাতা করিয়ে দেওয়ার জন্য সমস্ত কাগজপত্র নিয়ে গেলেও ভাতা দেওয়া মনে করেনি পঞ্চায়েত প্রধান মিঠুন দেব। বরং পঞ্চায়েত প্রধান মিঠুন দেব বৃদ্ধ মতিলাল দেবনাথের নামে ভাতার জায়গাতে পঞ্চায়েত প্রধান মিঠুন দেব নিজের পিতার নামে ভাতা করিয়ে নেয় বলে অভিযোগ। ভারাক্রান্ত হৃদয়ে অশ্রু জলে একটি সরকারি ভাতার দাবি জানিয়েছেন ত্রিপুরা সরকারের নিকট বৃদ্ধ মতিলাল দেবনাথ। @ubanglatvofficial
What's Your Reaction?