Tripura | আগরতলা থেকে বাংলাদেশ ছুঁটে যাবে আন্তর্জাতিক রেল | U Bangla TV
Tripura | আগরতলা থেকে বাংলাদেশ ছুঁটে যাবে আন্তর্জাতিক রেল | U Bangla TV
আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আগরতলা থেকে বাংলাদেশ ছুঁটে যাবে আন্তর্জাতিক রেল। বললেন ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী!
আগরতলা মহাকরনের প্রেস কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার খাদ্য, জনসংভরণ, ও ক্রেতা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আগরতলা থেকে বাংলাদেশ ছুঁটে যাবে আন্তর্জাতিক রেল। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহরের বিমানবন্দর। দুটি রুটে চলবে এই বিমান পরিষেবা। একটি হল কৈলাসহর ভায়া আগরতলা, আগরতলা ভায়া কৈলাসহর। অপরটি হল কৈলাসহর ভায়া কোলকাতা, কোলকাতা ভায়া কৈলাসহর।খুব শীগ্রই আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা।আগরতলা ভায়া দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম পর্যন্ত আরেকটি ডেমু ট্রেন চালু করা হচ্ছে।ত্রিপুরার রেশন দোকানগুলোতে মসুর ডালের প্রতি কেজিতে ২ টাকা করে কমালো ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার থেকে ফের রেশনে মিলবে মসুর ডাল।কোনভাবেই ভেজাল সামগ্রী নিয়ে ব্যবসা ও কালোবাজারি দপ্তর বরদাস্ত করবে না। মেয়াদ উত্তীর্ণ জিনিস নিয়ে ব্যবসা এবং কৃত্রিম সংকট দেখিয়ে কোনভাবেই দামবৃদ্ধি করা চলবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। @ubanglatvofficial
What's Your Reaction?