South 24 Pargana : সুন্দরবনের ঐতিহ্যবাহী এক মেলা, জঙ্গল মেলা |
কুলতলির গভীর জঙ্গলে মধু সংগ্রহ করে বাড়ি ফেরার পরেই বনবিবির মন্দিরে মোরগ ছেড়ে মানত পূরণ করেন মউলরা । প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরে বাঘের উদ্দেশ্যেও জঙ্গলে মোরগ ছাড়ে মধু সংগ্রহকারীরা। প্রাচীন এই রীতি-নীতি ঘিরে সুন্দরবনের নানা গ্রামে বসে মেলাও। কুলতলি ব্লকের মৈপিঠের এই মেলাকে স্থানীয় মানুষজন বলেন "জঙ্গল মেলা"। গভীর জঙ্গলে দরমার বেড়া দেওয়া বনবিবির মন্দিরে প্রতিবছর বৈশাখে আয়োজন হয় বিশেষ পুজোর। এবার ধুমধাম করে পুজো ও মেলার আয়োজন হয় । মাকড়ি নদী পেরোনোর নৌকাগুলিতে তিল ধারণের জায়গা নেই। এই এলাকায় নদী পারাপারের জন্য সেভাবে কোনও ঘাটের ব্যবস্থা নেই । ফলে কাদার উপর দিয়ে হেঁটে হাঁটু বা কোমর সমান জলে নেমে নৌকায় চড়তে হয় । ভিড় সামলাতে এ দিন বাড়তি পুলিশও মোতায়েন করা হয় । তৈরি রাখা হয় বিপর্যয় মোকাবিলা দলও। সেই মতো দেবীর উদ্দেশ্যে মোরগ সমর্পণ করে পরে তা ছেড়ে দিতে হয় জঙ্গলে । স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৭০ বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল। প্রায় ৬০ বছর ধরে অতি নিষ্ঠার সাথে চলে আসছে এই পুজা ও মেলা ।
What's Your Reaction?