Purulia : সম্পত্তিগত বিবাদেই রানীবাঁধে কৃষকের অন্তিম পরিণতি |

May 12, 2023 - 15:08
 0  1

সম্পত্তিগত বিবাদেই খুন। রানীবাঁধে কৃষক খুনের ঘটনার তদন্তে নেমে তেমনই তথ্য উঠে এল পুলিশের হাতে। ঘটনায় এখনো পর্যন্ত ওই কৃষকের সাত আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন নাবালক। ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বাঁকুড়ার রানীবাঁধ থানার শুশনিগেড়িয়া গ্রাম সংলগ্ন ভূতগেড়িয়া আমবাঁধ এলাকায় গত ৬ মে ক্ষতবিক্ষত একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি শুশনিগেড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক গনেশ মুদির বলে চিহ্নিত করে তাঁর পরিবারের লোকজন। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত গনেশ মুদির সাথে তাঁর আত্মীয়দের জমিজমা র দখলদারি নিয়ে বিবাদের কথা জানতে পারে। এরপরই আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে  অরবিন্দ মুদি ও কুশ মুদি নামের মৃতের দুই আত্মীয় প্রথম গনেশ মুদিকে খুনের পরিকল্পনা করে। খুনের কাজে লাগানো হয় এক নাবালক সহ আরো পাঁচ আত্মীয়কে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow