Nadia: এলাকায় চলছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তান্ডব, ঘর ছাড়া নির্দল প্রার্থী
Nadia: এলাকায় চলছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তান্ডব, ঘর ছাড়া নির্দল প্রার্থী
এলাকায় চলছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তান্ডব, ঘর ছাড়া নির্দল প্রার্থী সহ বেশ কয়েকটি পরিবার। এমনটাই অভিযোগ নির্দল প্রার্থী বিশু শেখের পরিবারের। উল্লেখ্য গতকাল রাতে শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চাঁদকুড়ি গ্রামে নির্দল প্রার্থীর অনুগামী ও তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় বচসা, তৃণমূলের অভিযোগ, নির্দল প্রার্থীর অনুগামীরা তাদেরকে মারধর করে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে নির্দল প্রার্থীর পরিবার। তাদের অভিযোগ প্রথমে তাদের উপর হামলা চালানো হয়, এরপর তাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়, যাদের মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক, বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত নির্দল প্রার্থীর পরিবার। সাংবাদিকদের মুখোমুখি তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা তৃণমূল দল করে আসছেন, কিন্তু এবার তাদেরকে টিকিট দেওয়া হয়নি, তাই দলের প্রতি ক্ষুদ্ধ হয়ে এবার পঞ্চায়েতে নির্বাচনে তারা নির্দল প্রার্থী দিয়েছেন। নির্দল প্রার্থী বিশু শেখের বৌদির অভিযোগ, তার দেওর বিশু শেখ নির্দলে দাড়ানোর পর থেকেই তৃণমূলরা প্রতিনিয়ত তাদের উপর হামলা চালায়। যার পুন আবৃতি হয় গতকাল রাতে। আজ সকালেও গ্রামে ঢুকে একাধিক নির্দল কর্মীদের বাড়িতে ঢুকে ভাংচুর হামলা ও লুটপাট চালাই তৃণমূল কর্মীরা। বর্তমানে তারা গ্রামে ঢুকতে পারছেন না, অনেক পরিবার রয়েছে ঘরছাড়া এছাড়াও রয়েছে, চোখে মুখে আতঙ্কের ছাপ তবে এই ঘটনায় আজ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্দল প্রার্থীর পরিবার। যদিও আইনের প্রতি আস্থা আছে বলে দাবি করেন তারা। সূত্রের খবর ঘটনার পর থেকেই ওই এলাকায় বসানো হয় পুলিশ পিকেট @ubanglatvofficial
What's Your Reaction?