Nadia : রাজ্য জুড়ে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে পালিত হচ্ছে হুল দিবস
Nadia : রাজ্য জুড়ে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে পালিত হচ্ছে হুল দিবস
আজ গোটা রাজ্য জুড়ে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে পালিত হচ্ছে হুল দিবস। ঠিক একইভাবে নদীয়ার শান্তিপুর রামনগর চর আদিবাসী অধ্যুষিত গ্রামে পালিত হল হুল দিবস। যদিও শহীদদের প্রতীকৃতিতে মাল্যদান করে পালন করা হয় হুল দিবস। জানা যায় ১৮৫৫ সালে ব্রিটিশ আমলের তৎকালীন জমিদারদের লাগামহীন অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয় সিধু, কানু, চাঁদ, ভৈরব। আর তারপর থেকেই আদিবাসী অধ্যুষিত পরিবারেরা শহীদদের সম্মান জানাতে পালন করে থাকে হুল দিবস। আজ এই হুল দিবসের মধ্যে দিয়ে আয়োজন করা হয় এক মহতি রক্তদান শিবিরের। যেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য থেকে শুরু করে আদিবাসী অধ্যুষিত মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেন। @ubanglatvofficial
What's Your Reaction?