Murshidabad: কংগ্রেস কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Murshidabad: কংগ্রেস কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট কালেকশন করে বাড়ি ফেরার পথে কংগ্রেস কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন দুই কংগ্রেস কর্মী। তাদের নাম রিয়াজুল মন্ডল (55) এবং আজবার মন্ডল (38)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুর এলাকায়। ঘটনার পর আহত দুই কংগ্রেস কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। জানাগেছে, প্রতিদিনের মতো ভোট কালেকশন করে রাতে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কংগ্রেস প্রার্থী সহ তার কর্মীরা। সেই সময় তৃণমূলের প্রার্থী সাজেমা বিবির স্বামী সহ তার দলবল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমা ছুড়ে। সেই বোমার পথর ছুটে আহত হন আজবার মন্ডল নামের এক কংগ্রেস কর্মী। এবং রিয়াজুল মন্ডলকে ধরে বাশ লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। @ubanglatvofficial
What's Your Reaction?