Murshidabad : বিজ্ঞপ্তি ছাড়াই ব্যস্ততম পথে নোএন্ট্রি নির্দেশ, বিপাকে সাধারণ মানুষ |
নেই পুলিশ, রয়েছে শুধুমাত্র একজন এনভিএফ এবং জোনা তিনেক সিভিক , আর তাদের দিয়েই কোনো বিজ্ঞপ্তি ছাড়াই রবিবার মুর্শিদাবাদের কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের কুলি মোড় থেকে কান্দি ও বহরমপুর অভিমুখে যাওয়া সমস্ত যানবাহন ঘুর রাস্তায় পাঠাচ্ছে পুলিশ।
কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর কোন ধরনের যানবাহনকে নো এন্ট্রি নির্দেশ দিয়ে তাদের প্রায় ২০ কিলোমিটার রাস্তা ঘুরপথে খড়গ্ৰামের সেরপুর হয়ে বাইপাস করছে সিভিক ভলেন্টিয়াররা, ফলে ব্যাপক সমস্যায় পরেছে নিত্য যাত্রী থেকে পথচলতি মানুষেররা ।বড়ঞা থানার তিন জন সিভিক ভলেন্টিয়ার এবং একজন এনভিএফ দারা এই কাজ করা হচ্ছে, উপর মহলের নির্দেশে বলে জানিয়েছে ওই তিন সিভিক ভলেন্টিয়ার ও এনভিএফ কর্মী। তবে প্রশ্ন থাকছে, কোন বিজ্ঞপ্তি ছাড়াই এভাবে কি করে একটি অতি জনবহুল রাস্তা কে বন্ধ রেখে পুলিশ ? যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বহরমপুরের খাগড়াঘাট রেললাইনে কাজ চলছে আর যার জেরে এই সিদ্ধান্ত পুলিশের।
What's Your Reaction?