৫১ ঘণ্টা পর অভিশপ্ত ওই এলাকায় ধীর গতিতে পেরোলো বন্দে-ভারত এক্সপ্রেস
৫১ ঘণ্টা পর অভিশপ্ত ওই এলাকায় ধীর গতিতে পেরোলো বন্দে-ভারত এক্সপ্রেস
বাহানগা স্টেশনের বাইরে যেখানে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই স্থানের মেরামতি হয়ে গিয়েছে। আজ সকাল থেকে সেখান দিয়ে যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এই আবহে দু'দিন বাতিল থাকার পর পুরীগামী বন্দে ভারতও হাওড়া থেকে ছেড়ে যায় আজ।করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর গত শনিবার ও রবিবার বাতিল করা হয়েছিল বন্দে হাওড়া-পুরী ভারত এক্সপ্রেস। আজ সেই ট্রেনটি ফের ছুটতে শুরু করল। অভিশপ্ত বাহানগা স্টেশনের ওপর দিয়েই আজ গেল বন্দে ভারত এক্সপ্রেস। এমনিতে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের শুরুটা ভালো হয়নি। যাত্রী পরিষেবা চালু হওয়ার পরই ঝড়ের মুখে পড়ে প্যান্টোগ্রাফ ভেঙেছিল। এর জেরে পাঁচঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছন যাত্রীরা। আর এরপর করমণ্ডল বিভীষিকার জেরে দু'দিন বাতিল থাকল বন্দে ভারত। আজকে শুরু থেকে সমেয়র আগেই গন্তব্যে পৌঁছে যাচ্ছিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। খড়্গপুর স্টেশনে ৭টা ৪০ মিনিটে পৌঁছনর কথা থাকলেও আজ সকালে ট্রেনটি পৌঁছায় ৭টা ৪০ মিনিটে। পরে সেখান থেকে ট্রেনটি ছাড়ে ৭টা ৪৪ মিনিটে। এরপর বালাসোরে বন্দে ভারতের পৌঁছনর কথা ৯টা ৩ মিনিটে। সেখানে ট্রেনটি পৌঁছে যায় ৮টা ৫৪ মিনিটেই। এরপর ৯টা ৫ মিনিটে সেই স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। এদিকে বালাসোরের পর পুরীগামী বন্দে ভারত থামে ভদ্রক স্টেশনে। এই দুই স্টেশনের মাঝেই রয়েছে অভিশপ্ত বাহনগা স্টেশনটি। হাওড়া থেকে এই স্টেশনের দূরত্ব ২৫৫ কিলোমিটার। আজ এই স্টেশনটি দিয়ে ৯টা ১৮ মিনিটে ছুটে যায় বন্দে ভারত। তবে এই লাইন দিয়ে খুবই ধীর গতিতে এগিয়ে যায় ট্রেনটি। #newstoday #news #coromandelexpressaccident #vandebharatexpress #curentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?