দার্জিলিং চিড়িয়াখানায় নতুন পরিচয় পেল তুষারচিতা-রেড পান্ডারা, নামকরণে মুখ্যমন্ত্রী

Nov 13, 2024 - 18:22
 0  2

1.

তাঁর হাত ধরে নতুন পরিচয় পেয়েছে অনেকে। সদ্যোজাত মানব সন্তান থেকে দূর থেকে আগত চিড়িয়াখানার বিদেশি অতিথিদের নামকরণ করেছেন তিনি। চিরাচরিত নাম থেকে দূরে তাঁর দেওয়া সুন্দর, মিষ্টি সব অর্থসম্বলিত নাম বেশ আদৃতও হয়েছে। বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি এই মুহূর্তে দার্জিলিঙে রয়েছেন। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পদ্মজা নায়ডু চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়ান। সদ্যোজাত দুই তুষারচিতাকে দেখে দারুণ আনন্দ উপভোগ করেন। খুশি হয়ে তাদের নামকরণও করেন মুখ্যমন্ত্রী। এই তালিকায় রয়েছে চার রেড পান্ডাও। এদিন তাদেরও নতুন নাম দিয়েছেন মমতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow