২২বছর অতিক্রম করে সম্পূর্ণ রূপে উন্মোচিত হয় তাজমহল | U Bangla TV

May 9, 2023 - 18:13
 0  1

পূর্নিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এ যেন কালের কপোল তলে একবিন্দু নয়নের জল ;তাজমহলের বর্ণনায় রবীন্দ্রনাথ ঠাকুরের এরকমই উক্তি ব্যবহার করেছিলেন, আজ আমরা কথা বলব তাজমহল কে নিয়ে। কারন ১৬৫৩ সালের আজকের দিনেই প্রায় ৩কোটি ২০লাখ টাকা ব্যায়ে প্রায় ২২ বছর ধরে কুড়ি হাজার মানুষ এর শ্রমের বিনিময়ে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছিল তাজমহল স্মৃতিসৌধটি।  ইন্দো ইসলামিক যত স্থাপত্য আছে মধ্যে সবথেকে বৃহৎ হচ্ছে তাজমহল। এই স্থাপত্যের নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যে এটিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য বলা হয়। ভারতবর্ষের আগ্রায় অবস্থিত এই প্রাচীন স্থাপত্যের নির্মতা ছিলেন মুঘল সম্রাট শাহজাহান নিজে,তাঁর নির্দেশেই প্রয়াত পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই তাজমহল। এই তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয় ভারতীয়, ফরাসী,ও ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রনে পুরো স্মৃতি সৌধটি নির্মাণ করা হয়েছিল। সূর্যের আলো হোক বা চাঁদের আলোয় এক অপরূপ সৌন্দর্য লাভ করে এই  তাজমহল। আজও তাজমহল মানুষের কাছে স্থাপত্য হিসেবে সম্পূর্ণরূপে উন্মোচিত হলেও এখনো অনেক তথ্য কালের নিয়মে হারিয়ে গিয়েছে বা রহস্য হয়েই রয়ে গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow