গোপালকৃষ্ণ গোখলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য | U Bangla TV
What Bengali thinks today, India thinks tomorrow অর্থাৎ বাঙালি আজ যা ভাবে,ভারত তা কাল ভাববে ।রাজনৈতিক পথপ্রদর্শক ও স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে যে সকল ব্যক্তিত্বের নাম নিতে হয় তাদের মধ্যে গোপালকৃষ্ণ গোখলে অন্যতম । আজ গোপালকৃষ্ণ গোখলের জন্মবার্ষিকীতে ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা শুধু তাই নয় গান্ধীজীর রাজনৈতিক গুরু ও পর্যদশক হিসেবে
গোপালকৃষ্ণ গোখলের নাম উঠে আসে। জাতীয় কংগ্রেসের প্রবীণ এক নেতা হলেও তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সমস্ত শুধুমাত্র ও স্বাধীনতার দাবিতে লড়াই করেছিল তা নয় , সমাজ সংস্কারমূলক কাজেই ও সমাজের অগ্রগতিতে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। ইংরেজদের রাজনৈতিক তত্ত্ব নিয়ে প্রথম ভাগে যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন মানুষ ছিলেন গোপালকৃষ্ণ গোখলে।
What's Your Reaction?