Nodiya : হারানো শৈশব ফিরে পেতে চান অনেকেই
হারানো শৈশব ফিরে পেতে চান অনেকেই। শৈশবের দিনগুলি প্রত্যেকের কাছেই খুবই মধুর। বয়স বাড়ার সাথে সাথে মানুষের জীবনে আসে একাধিক দায়িত্ববোধ। আর সেই দায়িত্ব পালন করতে করতে অনেক সময় হাপিয়ে উঠি আমরা। সেই কারণেই মাঝেমধ্যেই আমাদের সকলেরই ফিরে যেতে ইচ্ছে করে শৈশবে। তবে বাস্তবে তা সম্ভব না হলেও কিছুটা হলেও শৈশবের সাধ আস্বাদন করা গেল নদিয়ার তেহট্টের একটি বেসরকারি সংস্থার চিত্র প্রদর্শনীর মাধ্যমে।
নদিয়ার তেহট্টের জিতপুর মোড়ে একটি বেসরকারি লজে করা হয় একটি চিত্র প্রদর্শনী। এটি চলে টানা তিন দিন। প্রত্যেকদিনই অসংখ্য মানুষের ভিড় ছিল এই প্রদর্শনীতে। শৈশব কে আরও একবার খুব কাছ থেকে দেখার জন্য দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানটি আয়োজক অঙ্কন শিল্পী সৌমিত্র মন্ডল ও তার ছাত্রছাত্রীরা। তারা প্রত্যেকেই নিজেদের সুনিপুণ দক্ষতার সাথে এই চিত্র প্রদর্শনীতে এক একটি চিত্রকলা ফুটিয়ে তুলেছেন।
প্রদর্শনে শুরুর প্রথম দিনেই সকালবেলা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে করা হয় শোভাযাত্রা। এরপর আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদেরকে নিয়ে প্রদীপ প্রজননের মাধ্যমে শুরু করা হয় এই প্রদর্শনী মেলা। সময় তো বাবু জানান হারানো শৈশব কে মানুষের কাছে কিছুটা হলেও তুলে ধরতে পেরে তারা প্রত্যেকেই খুশি। তারা চান ভবিষ্যতেও এরকম প্রদর্শনীর আয়োজন করে মানুষকে আনন্দ দিতে | #youtube #nodia #nodiya #nodianews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?