South24pgs : কুলতলিতে দুয়ারে ডাক্তার ও দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন জেলাশাসক
কুলতলির জামতলায় বিআর আম্বেদকর কলেজে মঙ্গল ও বুধবার দু'দিনের দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন হয়। কলকাতার এসএসকেএম হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক শিবিরে আসেন। বুধবার শিবির পরিদর্শনে আসেন জেলাশাসক সুমিত গুপ্তা, সিএমওএইচ মুক্তিসাধন মাইতি- সহ আধিকারিকেরা। জেলাশাসক জানান, শিবির থেকে দু'দিনে প্রায় ১৬০০ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অস্ত্রপচারের প্রয়োজন আছে এমন রোগীদের পরবর্তীকালে প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রপচার হবে বলে জানান তিনি। সিএমওইচ জানান, এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নতিতে বরাদ্দ হয়েছে। দ্রুত সেই বরাদ্দে কাজ শুরু হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসক না থাকা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। সিএমওএইচ জানান, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ দিন জামতলার ভগবানচন্দ্র স্কুলে দুয়ারে সরকার শিবিরও পরিদর্শন করেন জেলাশাসক ও অন্যরা। জেলাশাসক জানান, দুয়ারে সরকার শিবিরে ভাল সাড়া মিলছে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে | #youtube #south24pargananews #south24pgs @ubanglatvofficial
What's Your Reaction?