হলদিয়া : জীবনের প্রথম বড় পরীক্ষাতে নজরকাড়া সাফল্য হলদিয়া কন্যার
জীবনের প্রথম 'বড়' পরীক্ষাতে নজরকাড়া সাফল্য! প্রকাশিত হল আইসিএসই - এর দশম পরীক্ষার ফল। হলদিয়ার নজর কাড়া সাফল্য পেয়েছে সুস্বেতা ভট্টাচার্য্য ও তনিষ্ঠা মাইতি। হলদিয়ার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী। ৫০০ মধ্যে ৪৯০ নম্বর পেয়েছে। সুস্বেতা ভট্টাচার্য্য বলেন পড়াশোনার পাশাপাশি আবৃত্তি করতে ও গল্পের বই পড়তে ভালোবাসে। ভবিষ্যতে কাডিওলজিস্ট ডাক্তার হতে চায় সুস্বেতা। তনিষ্ঠা মাইতি বলেন ছবি আঁকতে ভালোবাসে। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। বাবা এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে দুই জনকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানানো হয়।সুস্বেতা ও তনিষ্ঠা জানায়, পড়াশোনার নির্দিষ্ট কোন সময় ছিল না। প্রায়ই চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করত তারা। স্কুলের শিক্ষক - শিক্ষিকারা সব সময় পাশে থেকেছেন
What's Your Reaction?