হনুমানজিকে ৫১ কেজির লাড্ডু নিবেদন বলরামপুরে
বৃহস্পতিবার তথা চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুরু হয় শ্রী হনুমান জয়ন্তী।আর এই উপলক্ষে,বলরামপুর বড়ামপাড়া হনুমান গলিতে অবস্থিত হনুমান মন্দিরে একটি ৫১ কেজি ওজনের লাড্ডু প্রসাদ নিবেদন করলেন পূজা কমিটির উদ্যোক্তারা।এদিন রাত্রি সাড়ে সাতটা নাগাদ মন্দিরে আনা হয় লাড্ডুটি,যা দেখতে উৎসাহিত ছিল কচিকাঁচা থেকে উপস্থিত সকল ধর্মপ্রাণ মানুষজনেরা।এরপরই রীতি অনুসারে মন্দিরে শুরু হয় পূজা-অর্চনা,যাগ-যজ্ঞ। এ বিষয়ে মন্দিরের উদ্যোক্তারা জানান প্রায় ৩৫ বছর ধরে জাঁকযমক ও উৎসাহের শহীদ বলরামপুর বড়ামপাড়া এলাকায় হনুমানজীর পুজো হয়ে আসছে। তবে এবারের পূজোতে কিছু অভিনব আয়োজন করা হয়েছে। হনুমানজির কৃপাতে এদিন ৫১ কেজির লাড্ডু প্রসাদ নিবেদন করা হলো।পুজা, পাঠ ,আরতী এবং মন্দিরে উপস্থিত সমস্ত ধর্মপ্রাণ মানুষজনেদের একসাথে মুখরিত হয়ে উঠবে হনুমান চল্লিশা পাঠ।সবশেষে ভজন কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে বলে জানান উদ্যোক্তারা। #hunumanji #hanumanjayanti #purulia
What's Your Reaction?