হকার উচ্ছেদে বাধা দিন, দরকারে বুলডোজ়ারের সামনে আমি গিয়ে দাঁড়াব! শুভেন্দু অধিকারীর আহ্বান

পুর এলাকায় ‘দখলদার’ উচ্ছেদে বাধা দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। তিনি এবং তাঁর দল বেআইনি দখলদারির বিরুদ্ধে। তবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

Jun 26, 2024 - 19:54
 0  1
1 / 1

1.

‘দখলদার’ উচ্ছেদে বাধা দিতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, প্রয়োজনে তিনি নিজে বুলডোজ়ারের সামনে দাঁড়াতে রাজি আছেন। ‘দখলদার’ উচ্ছেদ করতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, তা ‘অমানবিক’ বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, তিনি বা তাঁর দল বেআইনি ভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নেই। কিন্তু রাজ্যের সর্বত্র নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। এর জন্য আগে রাজ্য সরকারকে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর) তৈরি করতে হবে বলেও দাবি করেছেন শুভেন্দু।

বুধবার বিকেলে কলকাতায় বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই ‘দখলদার’ উচ্ছেদের বিরোধিতা করেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘বিভিন্ন পুরসভা এলাকায় মধ্যবিত্ত, নিম্নবিত্তদের সামান্য রোজগারের উপরে ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে আনা হয়েছে। বিজেপির তরফে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সরকারি জমি দখলের বিরুদ্ধে রাজ্য সরকার যে উদ্যোগী হয়েছে, আমরা প্রথমে তা মহৎ মনে করেছিলাম। কিন্তু পরে দেখলাম, সরকারি জমি আদৌ উদ্ধার হচ্ছে না। বিশেষ কয়েকটি এলাকায় সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে। সবটাই হচ্ছে ক্যামেরার সামনে। অর্থাৎ, কাজের চেয়ে প্রচারের তাগিদ বেশি।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow