কেরল হবে কেরলম! রাজ্যের নাম বদলে বিধানসভায় সর্বসম্মতিতে প্রস্তাব পাস

কেন্দ্রীয় সরকারকে সংবিধান বদল করে কেরলের নাম বদলের আর্জি জানায় পিনারাই বিজয়ন সরকার

Jun 25, 2024 - 15:48
 0  2
1 / 1

1.

কেরলের (Kerala) নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে ‘কেরলম’। সোমবার কেরল বিধানসভায় এই প্রস্তাব পাস হয়ে গেল। প্রায় এক বছর আগেই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়ে গিয়েছিল। তার পরই কেন্দ্রীয় সরকারকে সংবিধান বদল করে কেরলের নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার ফের এই প্রস্তাব পাস হল। এই প্রস্তাবে সামান্য সংশোধন করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার যে সংশোধন করতে বলেছিল, সেই সংশোধনই করা হল। প্রসঙ্গত, মালয়ালম ভাষায় রাজ্যের নাম ‘কেরলম’-ই। কিন্তু, অন্যান্য ভাষায় ‘কেরল’ বা ‘কেরালা’ বলে ডাকা হয় ‘ঈশ্বরের আপন দেশ’কে। নতুন প্রস্তাব অনুযায়ী সব ভাষাতেই রাজ্যটিকে ‘কেরলম’ বলে ডাকতে হবে। সোমবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে রাজ্যের নাম বদলের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তফসিলে কেরলের নাম বদলে ‘কেরলম’ করার দাবি জানাচ্ছে রাজ্য সরকার।বিধানসভার সদস্যরাও রাজ্যের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়ক এন শামমুদ্দিন অবশ্য রাজ্যের নাম বদলের প্রস্তাবে সংশোধন করার দাবি জানান। ২০২৩ সালের ৯ আগস্ট কেরল বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করা হয়। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow