সিপিআইএম-কংগ্রেস মিশে যাবে বিজেপিতে | U Bangla TV
আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে কার্যকর্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর,ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার মানিক সাহা বলেন, বিজেপিতে যখন মানুষ যোগ দিতে শুরু করবে, তখন দেখবেন সিপিআইএম এবং কংগ্রেসকে আর কেউ খুঁজে পাবে না। সিপিআইএম এবং কংগ্রেসের যে কজন নেতা রয়েছে তাদের সব বিজেপিতে যোগ দেবে, সেই প্রচেষ্টা করছে দল। ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলের কর্মীদের তীব্র কটাক্ষ করে বলেন, "তোমার দেখা নাই রে' তোমার দেখা নাই"।
What's Your Reaction?