Tripura : চাকুরি মেলা আগরতলায় : U Bangla TV
Tripura : চাকুরি মেলা আগরতলায় : U Bangla TV
সরকারি চাকুরি পাওয়া এখন অনেকটাই দুঃসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। বিভিন্ন দপ্তরগুলিতে শূন্যপদ থাকলেও প্রত্যাশা মত নেয় নিয়োগ। ফলে, স্বাভাবিকভাবেই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে-- শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বেকারদের মধ্যে আবার রয়েছে ডিগ্রি প্রাপ্ত বেকাররাও। তাই হতাশাগ্রস্ত এই বেকাররা সরকারি চাকরির দিকে তাকিয়ে না থেকে ঝুঁকছে বেসরকারি কোম্পানির দিকে। এমনই এক চিত্র দেখা গেল আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় ত্রিপুরার মডেল ক্যারিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক চাকুরি মেলা। চারটি বেসরকারি কোম্পানির মোট, ১৩৬ জন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগের ক্ষেত্রেই এই চাকুরি মেলার আয়োজন বলে জানা গিয়েছে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?