সামান্য টাকার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে নারাজ, ক্ষিপ্ত পরিবার

Apr 30, 2023 - 15:05
 0  6

রাতে অগ্নিদগ্ধ একরোগীকে ৩০০ টাকার জন্য আটকে রাখলো এক অ্যাম্বুলেন্স চালক। এরপর আরো একটি অ্যাম্বুলেন্সের জন্য মেঝেতে রোগীকে রেখে হাতে স্যালাইনের বোতল নিয়ে দাঁড়িয়ে রইলো পরিবার। এমনই মর্মান্তিক দৃশ্য ধরা পড়লো গোসবায়। পরে অবশ্য কলকাতায় যাওয়ার পথে মৃত্যু হয় ঐ রোগীর। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হঠাৎই ল্যাম্পের আগুন অলোকা মন্ডল নামক বৃদ্ধার গায়ে লেগে যায়। এরপর বছর ৬৫ বৃদ্ধাকে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর কোনো রকমে একটি অ্যাম্বুলেন্স করে গোসাবা হাসপাতাল থেকে খেয়া ঘাটে নিয়ে আসে পরিবার । কিন্তু সেখানে ওই অ্যাম্বুলেন্স সামান্য ৩০০ টাকার জন্য আধঘন্টা আটকে রাখে অগ্নিদগ্ধ রোগীকে। পরিবার আরো বলে, ওই টাকা তারা কিছুক্ষণ পর ফোন পেতে দিয়ে দেবে কারণ তাদের কাছে ক্যাশ নেই। কিন্তু সেই অ্যাম্বুলেন্স চালক শোনেননি।জানা যায়, এরপরেই ওখানকার এক যুবকের চেষ্টায় একটি অ্যাম্বুলেন্স করে তারা রোগীকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু শেষমেষ তার প্রাণরক্ষা করা সম্ভব হয়নি। #youtube #south24pgs #south24pargananews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow