প্রধানমন্ত্রীর শততম "মন কি বাত" অনুষ্ঠানটি দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র

Apr 30, 2023 - 15:21
 0  4

রবিবার সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের ৮টি জেলাতেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "মন কি বাত" অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন আগরতলা শহরের দশমীঘাট ক্লাব প্রাঙ্গনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "মন কি বাত" অনুষ্ঠানটি সকলকে সাথে নিয়ে দেখলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। বিদেশে যাওয়ার আগে নিজের দেশকে জানুন , বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার প্রধানমন্ত্রীর "মন কি বাত" অনুষ্ঠানে দেশের সমস্ত বৈদ্যুতিন চ্যানেলকে প্রধানমন্ত্রীর "মন কি বাত" অনুষ্ঠান সম্প্রচার করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাঁচটা রবিবারের থেকে আলাদা আজকের রবিবার। কারণ আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিয়ো সম্প্রচার অনুষ্ঠান ‘মন কি বাত’ এর শততম পর্ব সম্প্রচারিত হয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow