সাধ্য থাকলেও করা চলে না পাকাপোক্ত দোতলা বাড়ি, কারণ নাকি দেবতত্ত্ব। U Bangla TV
বাঁকুড়া শহর থেকে ৮ কিলোমিটার গেলে ছোট্ট এক জনপদ নাম বালিয়াড়া।গ্রামে ঢুকলেই দেখা মিলবে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৃহস্থের পশার। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত এই বালিয়াড়া গ্রামকে জুড়ে রয়েছে এক ইতিহাস,ইতিহাস সত্যি বলে কি মিথ্যা বলে তা তো মানুষেরই বিচার্য বিষয়।তবু শুনে নেওয়া যাক এই গ্রামের ইতিহাস।বাপ ঠাকুর দাদার আমল থেকে এই গ্রামে এমন রীতি প্রচলন আছে, যা শুনলে আপনার চক্ষু হয়তো 'চড়কগাছে' পরিণত হতেই পারে। সেই রীতিটি হলো এই জনপদের মানুষজনের সাধ্য থাকলেও বহুতল বাড়ি তৈরি করার উপায় নেই। এর কারণ স্বরূপ গ্রামবাসীরা যেটা আমাদের জানালেন তা হল এই গ্রামের জাগ্রত দেবী মা মনসা নাকি রুষ্ঠ হয়, কারণ তাদের বিশ্বাস মা মনসা এই গ্রামেরই কোন এক ঝোপের মধ্যে নাকি লুকিয়ে রয়েছে। এই গ্রামে দোতলা বাড়ির ছাদ যদি কেউ সিমেন্ট,বালি,পাথর,রড দিয়ে ঢালাই করে,তাদের জীবনে নাকি বিপত্তি নেমে আসে। গ্রামবাসীরা জানান এমনই এক ঘটনার সাক্ষী থেকেছে এই গ্রাম। সত্যিই ভাবতে আজব লাগছে না! গ্রামবাসীদের কুসংস্কারকে ভাঙতে যাওয়া সেই সত্যনারায়ণ পালের বাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরা কি হয়েছিল আসল ঘটনা জানার জন্য। সেখানে অন্য কথা জানালেন তাঁর ছেলে সৌরেন পাল, তিনি বলেন বাবা লোকের কুসংস্কার কে ভাঙার জন্য উপরতলা পাকাপোক্তভাবে করার জন্য ভেবেছিলেন ঠিকই, কিন্তু বাবার মৃত্যুর কারণ গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বলে তিনি মনে করেন না ! এখন শুধু দেখার বিষয় এটাই প্রজন্মের পর প্রজন্ম এই প্রান্তিক বালিয়াড়া গ্রামের মানুষেরা কি একই চিন্তাধারা নিয়ে বাস করেন,নাকি তাদের চিন্তা ভাবনার একটা পরিবর্তন ঘটে।
What's Your Reaction?