সত্যতায় সিলমোহর রাজ চক্রবর্তীর : U Bangla TV
সত্যতায় সিলমোহর রাজ চক্রবর্তীর : U Bangla TV
সত্যতায় সিলমোহর রাজ চক্রবর্তীর ,30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন থাকছেন না।এর পিছনে কি কোনও অভিমান কাজ করছে? এ বছরে তিনি আর বিশেষ পদাধিকারী নন। রাজের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সত্যতায় সিলমোহর দিয়েছেন।৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাঁকজমক আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। সেই উৎসবে চেয়ারপার্সন থাকছেন না রাজ! রাজের কুর্সি সামলাবেন কে? গুঞ্জনে ভাসছে গৌতম ঘোষের নাম। খবর, তিনিই ৩০তম চলচ্চিত্র উৎসবের সভাপতি। পরিচালক জানিয়েছেন, তিনি এই মুহূর্তে রোমে। তাঁর আগামী ছবির প্রিমিয়ার সেখানে হবে। আপাতত তিনি সে সব নিয়ে ব্যস্ত। তবে রাজ এই খবর একেবারে অস্বীকার করেননি। জানিয়েছেন, গৌতম ঘোষ বরাবর চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত। তাই তাঁর নাম উঠে আসছে। এ বছর উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যে সব পরিচালক, প্রযোজক ছবি উৎসবে দেখাতে চান, প্রতিযোগিতা বিভাগে যোগ দিতে চান তাঁদের পরিচালিত-প্রযোজিত ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। ১৫ নভেম্বর নির্বাচিত ছবির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। এ বছরেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা, এশিয়ান সিলেকশন, বাংলা প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা, মাস্টারক্লাস-সহ চেনা বিভাগ থাকবে। চেয়ারপার্সন না থাকলেও রাজ আগের মতোই উৎসবে সব রকম সহযোগিতা করবেন
#tollywod #rajchkraborty #kiff #breakingnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?