শৈলশহরের জুওলজিকাল পার্কে নতুন অতিথি

Nov 30, 2024 - 18:43
 0  2

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আগমণ হল ছয় নতুন অতিথির।এতে ব্যাপক উচ্ছসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,হায়দেরাবাদের নেহেরু জুওলজিকাল পার্ক থেকে আনা হয়েছে একজোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি ও দুজোড়া গোল্ডেন জ্যাকেল বা সোনালি শেয়াল।আর ওই একজোরা সাদা রয়্যাল বেঙ্গল টাইগারের আগমনে দার্জিলিং চিড়িয়াখানা দেশের মধ্যে একমাত্র চিড়িয়াখানার জায়গা দখল করল যেখানে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার রয়েছে।আর নতুন অতিথির আগমনে ব্যাপক উচ্ছসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন দপ্তরের আধিকারিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow