শিলিগুড়িতেও ধুমধামে সাথে পালন হয়ে আচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী | U Bangla TV
রাত পোয়ালে ২৫ই বৈশাখ। কলকাতা, শান্তিনিকেতন এর পাশাপাশি শিলিগুড়িতেও ধুমধামে সাথে পালন হয়ে আচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান। তবে এবছর আরো বিশেষ ভাবে উৎপাদন করা হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে। কবিগুরু ১৬২ তম জন্মজয়ন্তীতে একসাথে সুর বাঁধবে ১৬২ জন শিল্পী। সমগ্র রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্ত মহা ধুমধাম এর সাথে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিলিগুড়ি পুর নিগম। সেই উপলক্ষে পঁচিশে বৈশাখের দিন সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শিলিগুড়ি পুর নিগম। এদিন সকল থেকে শিলিগুড়ি বাঘাযতিন ময়দানে রবীন্দ্রনাথের মূর্তি পরিস্কার পরিচ্ছন্ন করতে দেখা গেলো পুর নিগমের কর্মীদের। মূর্তিতে মাল্যদান ও প্রভাত ফেরীর মধ্য দিয়ে অনুষ্ঠানে পালন করা হবে কবিগুরু জন্মজয়ন্তী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত শিল্পিরা।
What's Your Reaction?