Purulia : রেল রোকো আন্দোলনে নামল আদিবাসী কুড়মি সমাজ |
কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ফের রেল ও রাস্তা রোকো আন্দোলনে সামিল আদিবাসী কুড়মি সমাজ। বুধবার ভোর ৫ টা থেকে পুরুলিয়া-আদ্রা শাখায় কুস্তাউর স্টেশন ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল লাইনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কুড়মি সমাজের মানুষজন।
এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলটেকা ও ডহর ছেঁকা’। চার জেলার একাধিক স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বসে গান বাজনা করছেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন।অনির্দিষ্টকালের জন্য তাঁদের এই রেল ও সড়ক অবরোধের জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
মঙ্গলবার রাতেই তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে হাজির হয় কুড়মি জনজাতির মানুষজন। বুধবার ভোর থেকে শুরু হয় আন্দোলন। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কুস্তাউর রেল স্টেশনে মোতায়েন রয়েছে পুলিশ ও রেল পুলিশ। কুড়মি সমাজের রেল রোকো আন্দোলনের জেরে পুরুলিয়া- আদ্রা শাখায় রেল চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে।
এই সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানা করছে পশ্চিমবঙ্গ সরকার। একাধিকবার সরকারের তরফে প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজের কাজ হয়নি। তাই এরই প্রতিবাদে এই রেল রোকো আন্দোলনে সামিল হয়েছে আদিবাসী কুড়মি সমাজ। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনও লাভ হয়নি। এর আগে গত বছর টানা ৫ দিন ধরে একই দাবিতে এই রেল স্টেশনে অবরোধ করেন আন্দোলনকারীরা। কিন্তু তাতেও তাঁদের দাবি মানা হয়নি। তাই এই রেল রোকো আন্দোলনে সামিল আদিবাসী কুড়মি সমাজ । আন্দোলন প্রসঙ্গে তাঁরা জানান, এই লড়াই তাঁদের ভাষা এবং ধর্মের জন্য। #youtube #kurmisamaj #purulia #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?