রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে নকশালবাড়িতে অবস্থান বিক্ষোভ
সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নকশালবাড়িতে অবস্থান বিক্ষোভ করল নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি। শুক্রবার নকশালবাড়ি দলীয় কার্যালয়ের সামনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে অবস্থান বিক্ষোভে মোদী সরকারের অন্যায় ও অমানবিক কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক ভিপি সিং জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার সুবিন ভৌমিক জীবণ মজুমদার সহ অন্যান্যরা। শঙ্কর মালাকার জানান মোদীকে একটি প্রশ্ন করতেই রাহুল গান্ধীর সাংসদ পদ পেছন দরজা দিয়ে খারিজ করেছে। দেশে একপ্রকার হিটলারি শাসন কায়েম করেছে এই সরকার। তবে জনগণ বুঝতে পেরেছে আগামী দিনে মোদীর বিরুদ্ধে সমস্ত বিরোধী দল জোট হয়ে বিজেপিকে পদচ্যূত করবে। এদিন কংগ্রেসের সেবাদল থেকে শুরু করে যুব মহিলা কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন। #nakshalbari #rahulgandhi #congressnews
What's Your Reaction?