Siliguri : কেন্দ্রের নজরদারিতে নির্বাচন হলে একটি গ্রাম পঞ্চায়েত পাবেনা তৃণমূল
Siliguri : কেন্দ্রের নজরদারিতে নির্বাচন হলে একটি গ্রাম পঞ্চায়েত পাবেনা তৃণমূল
কেন্দ্রের নজরদারিতে নির্বাচন হলে একটি গ্রাম পঞ্চায়েত পাবেনা তৃণমূল কংগ্রেস, দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লুট হয়েছে ব্যালট বাক্স,যেখানে সেখানে পড়ে ছিল ব্যালট পেপার।পঞ্চায়েত নির্বাচনে একদিকে যেমন ছাপ্পাবাজি হয়েছে,অন্যদিকে ফলাফল বেরোনোর আগে ব্যালট বাক্স লুট করা হয়েছে।পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে রাজ্যে।দ্বিতীয়বার পঞ্চায়েত নির্বাচন হওয়া উচিত এবং তা কেন্দ্রীয় সরকারের নজরদারিতে।শনিবার শিলিগুড়িতে সপ্তমতম রোজগার মেলায় উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।তার অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট ও প্রহসনে BDO থেকে জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা জড়িত রয়েছে।উল্লেখ্য,শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়াড়ি ভবনে আয়োজিত হয় রোজগার মেলা।এই মেলায় এদিন মোট ১০০ জন চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০লক্ষ রোজগার দেওয়ার যে লক্ষ্য রয়েছে তা এখন পূরণ হতে চলেছে। #siliguri #panchayatelection #tmc #westbengal #breakingnews #newstoday #newslive @ubanglatvofficial
What's Your Reaction?