Nodiya : রাধা কৃষ্ণের মন্দির থেকে লক্ষাদিক টাকার গহনা চুরি
গভীর রাতে রাধা কৃষ্ণের মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রুপার গহনা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলের বিহারিয়া পাড়ার। ওই এলাকার বাসিন্দা বিপ্লব প্রামানিকের দাবি, গতকাল রাতে তারা খাওয়া-দাওয়া করে সকলে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেখেন তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখেন রাধা কৃষ্ণের গহনা উধাও । পাশাপাশি মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ,সেই শিবলিঙ্গর সোনা ও রুপার গহনাও উধাও। স্বভাবতই মন্দিরের একাধিক মূর্তির অলঙ্কার চুরির ঘটনায় হতবাক হয়ে পড়ে পরিবার। খবর দেওয়া হয় শান্তিপুর থানায় । অন্যদিকে চুরির ঘটনার কিছু চিত্র উঠে আসে একটি সিসিটিভি ক্যামেরায়। বাড়ির মালিক বিপ্লব প্রামানিক বলেন, পাঁচিল টপকে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢোকে, যার প্রমাণ পাওয়া গেছে পাঁচিলের বেশকিছু নমুনা দেখে। এলাকাবাসীর দাবি, প্রশাসন যদি একটু কড়া নজরদারি চালায়, তাহলে এই ধরনের চুরির ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে। #youtube #nodiya #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?