রক্তস্নাত ‘Chhaava’র টিজারে রোমহর্ষক VIKI #trending #bollywood @vickykaushal09 @ubanglatvofficial

রক্তস্নাত ‘Chhaava’র টিজারে রোমহর্ষক VIKI #trending #bollywood @vickykaushal09 @ubanglatvofficial

Aug 20, 2024 - 15:43
 0  4

ছত্রপতি শিবাজি মহারাজ চলে যাওয়ার পর শত্রুরা ভেবেছিল, সেই সাম্রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা সহজ হবে! কিন্তু পিতার সেই তেজ, দুঃসাহসী বলিষ্ঠ চরিত্র যে পুত্র সম্ভাজির মধ্যেও রয়েছে, সেটা আন্দাজও করতে পারেনি বিপক্ষরা। যেমন রাজধর্মের বাহক, তেমনই ধার্মিক তিনি। সাম্রাজ্যের রক্ষক, ধর্মের রক্ষক, ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে  দেখলে গায়ে কাঁটা দেবে!

সোমবারে হর হর মহাদেব ধ্বনিতে ‘ছাবা’র টিজার (Chhaava Teaser) প্রকাশ্যে নিয়ে এলেন ভিকি। সেখানেই দেখালেও সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাঁকে শত্রুদমন করতে দেখা গেল। এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন, তা যে বড়পর্দায় বিফলে যাবে না, তার ইঙ্গিত মিলল পয়লা ঝলকেই। ‘ছাবা’র টিজার দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল! ভিকি অনুরাগীরা বলছেন, “গায়ে কাঁটা দিচ্ছে।” ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ। ভূমি পেড়নেকর, হুমা কুরেশি, অহানা কুমরা-সহ ইন্ডাস্ট্রির আরও সতীর্থরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow