মৎস্যজীবীদের ট্রলারে 'টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার

Nov 27, 2024 - 14:09
 0  3

এবার ট্রলারে বসছে অত্যাধুনিক 'টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার'। ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ,বেশ কিছু ট্রলারে বসানোও শুরু হয়েছে। এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা। 

এই যন্ত্রে ‌ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন।

কোনও ট্রলার যদি ভারত-বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে, তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করবে।

জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে 'জিও ফেন্সিং' করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রলার জলসীমা পার করতে যাবে, কেন্দ্রীয় অফিসে তখনই আল্যার্ম বেজে উঠবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow