মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল ধলাই ত্রিপুরা জেলা আমবাসা থানার পুলিশ ! U Bangla TV
সম্প্রতি ধলাই ত্রিপুরা জেলা আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা থানার অন্যান্য পুলিশ কর্মীদের সাথে নিয়ে নেশা কারবারি এবং নেশায় আসক্ত বেশ কিছু যুবককে আটক করে আমবাসা থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদের পর ছিনতাই করা ১২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ২৫ এপ্রিল ছিনতাই হওয়া ১২টি মোবাইল ফোন তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। উপযুক্ত প্রমাণ দেখেই মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় আমবাসা থানার পুলিশ। এই বিষয়ে আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান, আগে কি হয়েছে,কটি মোবাইল উদ্ধার হয়েছে তার কোন রেকর্ড উনার হাতে নেই।তবে,বর্তমানে মোবাইল ছিনতাই,চুরি ও হারানোর বহু অভিযোগ আমবাসা থানায় জমা পড়েছে।
সম্প্রতি ধলাই ত্রিপুরা জেলা আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা থানার অন্যান্য পুলিশ কর্মীদের সাথে নিয়ে নেশা কারবারি এবং নেশায় আসক্ত বেশ কিছু যুবককে আটক করে আমবাসা থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদের পর ছিনতাই করা ১২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ২৫ এপ্রিল ছিনতাই হওয়া ১২টি মোবাইল ফোন তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। উপযুক্ত প্রমাণ দেখেই মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় আমবাসা থানার পুলিশ। এই বিষয়ে আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান, আগে কি হয়েছে,কটি মোবাইল উদ্ধার হয়েছে তার কোন রেকর্ড উনার হাতে নেই।তবে,বর্তমানে মোবাইল ছিনতাই,চুরি ও হারানোর বহু অভিযোগ আমবাসা থানায় জমা পড়েছে।
What's Your Reaction?