মালদার গাজোলের হরিদাস গ্ৰামে খুব প্রাচীণ ১১ টি থানে একাধিক দেব-দেবতার পুজো
মালদার গাজোলের হরিদাস গ্ৰামে খুব প্রাচীণ ১১ টি থানে একাধিক দেব-দেবতার পুজো করা হল।বুধবার,বিশেষ করে গ্রামের মহিলা ভক্তরা নিয়ম নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি ভাবে দেবতাদের পুজো দেন।যা নিয়ে সবাই খুশি।পুজো ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর অনুষ্ঠানটি পরিচালনায় করে লোহার সম্প্রদায়ের মানুষেরা।মাকালীথান ,মা শীতলা থান , জয় হনুমান, রাধা কৃষ্ণের থান , বজরংবালি থান বিভিন্ন দেব দেবতাদের সেখানে পুজো হয়।অলকা পোদ্দার, দ্বীপ নারায়ন পোদ্দার, গৌড় লোহার লজেন লোহারেরা বলেন,এই থান পুজো অনুষ্ঠান আমরা প্রতিবছরই করে থাকি।গ্রামের মঙ্গলের জন্য।এই থান দেবতার পুজো তে পূজোর শেষে পাঠা বলি অনেকেই দেন।তারপর সকল ভক্তবন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। #youtube #malda #maldanews @ubanglatvofficial
What's Your Reaction?