Tripura : সিপিআইএম কর্মীর মারধোরে গুরুতরভাবে আহত বিজেপি দলের এক কর্মী
জানা যায়, ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর বলেহর এলাকার বাসিন্দা পবীন্দ্র মালাকার বিজেপি দলের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি চড়ক পুজা ও করেন বলে জানা যায়। পাশাপাশি ওই একই এলাকার বাসিন্দা অবিনাশ পাল সিপিআইএম দলের একজন কর্মী বলে জানা যায়। বলেহর এলাকায় একটি চড়ক পুজা কমিটি রয়েছে এবং সেই চড়ক পুজো কমিটি বিভিন্ন জায়গায় গিয়ে চড়ক পুজো করে থাকে বলে জানা যায়। এবছর চড়ক পুজো কমিটিতে সিপিআইএম কর্মী অবিনাশ পালকে রাখা হয়নি আর এতেই ঘটে বিপত্তি। অভিযোগ, গতকাল সন্ধ্যার সময় বিজেপি কর্মী পবীন্দ্র মালাকারের বাড়ির সামনে সিপিআইএম কর্মী অবিনাশ পাল এসে তাকে ডাক দিয়ে বাড়ির বাইরে নিয়ে এসে প্রথমে বিজেপি কর্মী পবীন্দ্র মালাকারকে সিপিআইএম কর্মী অবিনাশ পাল জিজ্ঞাসা করে এবারের চড়ক পুজো কমিটিতে তাকে কেন রাখা হলো না। একথা বলে বিজেপি কর্মী পবীন্দ্র মালাকারকে সিপিআইএম কর্মী অবিনাশ পাল একটি দোকানের ভেতরে নিয়ে গিয়ে ক্রমাগত কিল, ঘুসি এবং লাথি মারতে থাকে। আর এতে করে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি কর্মী পবীন্দ্র মালাকার। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনাস্থলে এসে ভিড় জমান। পাশাপাশি বিজেপি কর্মী পবীন্দ্র মালাকারকে সিপিআইএম কর্মী অবিনাশ পালের মারধোরের হাত থেকে রক্ষা করে । পরবর্তী সময় নায্য বিচারের দাবিতে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাশহর থানায় এসে দারস্ত হন বিজেপি কর্মী পবীন্দ্র মালাকার। পাশাপাশি সিপিআইএম কর্মী অবিনাশ পালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে অভিযুক্ত সিপিআইএম কর্মী অবিনাশ পালের বিরুদ্ধে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহরবাসী। #youtube #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?