Kolkata : বৈশাখী প্রবীন বরণ ১৪৩০, প্রবীনদের পাশে আশ্রয়

Apr 29, 2023 - 14:36
 0  6


২৮ শে এপ্রিল শুক্রবার, বিকেল পাঁচটায়, কলকাতা প্রেসক্লাবে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন এর পরিচালনায় ও এডভোকেট শান্তনু সিনহার উদ্যোগে বৈশাখী প্রবীন বরন ১৪৩০ অনুষ্ঠিত হলো এবং প্রবীনদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আশ্রয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চলেছে। সুন্দর বর্ণময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাসিশ চক্রবর্তী ,শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয় সুদেশ রায়, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি মাননীয় স্বরূপ বিশ্বাস, কলকাতা হাইকোর্টের বর্শীয়মান অ্যাডভোকেট মাননীয় প্রসূন কুমার দত্ত ,বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীমতি ভাস্বতী দত্ত সহ বিশিষ্ট জনেরা। একে একে সকল অতিথিদের ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করেন এবং মঞ্চে একটি প্রিভিলেজ কার্ডের শুভ সূচনা করলেন ,যার মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন এই প্রবীণরা। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল উপস্থিত অতিথিরা। #youtube #kolkata #kolkatanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow