বৃষ্টির আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন কোন কোন পদ্ধতিতে।
এই বৃষ্টি তো পরক্ষনেই আবার রোদ, বাইরে বৃষ্টি হলেও গরমে কমার আপাতত কোন নাম নেই, এই পরিবেশে ত্বক ও চুলের দফারফা অবস্থা। বাইরে বৃষ্টি এরকম আবহাওয়ায় চুল পড়ার সমস্যা বেশি দেখা যায় তা আমরা সকলেই জানি কিন্তু শুধুমাত্র চুল নয় এরকম ওয়েদারে বিভিন্ন রকমের ত্বকের সমস্যাও দেখা যায়। তাই বিশেষজ্ঞদের মতে এই আবহাওয়ায় ত্বকের যত্ন নিতে হবে খুব ভালো করে।
ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ জোর দিতে হবে, ত্বকের চরিত্র অনুযায়ী বেছে নিন ফেসওয়াশ ও প্রতিদিন অন্তত দুবার মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বৃষ্টির ওয়েদারে ফেসওয়াশ এর পর অবশ্যই ময়েশ্চারাইজারের ব্যবহার করুন তাতে ত্বকের জেল্লা ফিরবে নইলে শুষ্ক ত্বক আরও শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ত্বকের পুষ্টি সরবারেহের জন্য সিরাম ব্যবহার করতে ভুললে হবে না এতে ত্বকের দাগ দূর হয় , ত্বকের ভিটামিন সির পরিমাণ মেইনটেইন হয় । এছাড়াও সঠিক খাওয়া-দাওয়া সঠিক জলের পরিমাণ ত্বকের সমস্যা দূর করে। পরিশেষে এটাই বলার বিষয় বৃষ্টির আবহাওয়ায় তুলনামূলক ত্বকের যত্ন একটু বেশি নেয়া উচিত। #youtube #youtubevideo #skin #skincare #lifestyle @ubanglatvofficial
What's Your Reaction?