বৃষ্টিতে ভিজতে ভালবাসেন? জানেন শরীরকে সুস্থ রাখতে বৃষ্টি ওষুধের মত কাজ করে?
বৃষ্টিতে ভিজতে ভালবাসেন? জানেন শরীরকে সুস্থ রাখতে বৃষ্টি ওষুধের মত কাজ করে?
গ্রীষ্মের অস্বস্তি থেকে বর্ষার গ্যাস অম্বলের জ্বালা, ঋতুর সাথে সাথে এগুলো মানুষের নিত্য দিনের সমস্যা। কিন্তু এই সমস্যা হাত থেকে সাধারণ বৃষ্টি বাঁচাতে পারে আপনাকে। আয়ুর্বেদ চিকিৎসা এক অভূতপূর্ব তথ্য দিয়েছে। যা শুনলে চমকে যাবেন আপনি। মাঝেমধ্যেই দেখবেন বৃষ্টির জল ধরে রাখা হয় বাড়িতে। সেটা দিয়ে বাড়ির বিভিন্ন ধরনের কাজকর্ম হয়। তবে জানেন কি সেই প্রশ্নের জল খাওয়াও যায়। আয়ুর্বেদ চিকিৎসকেরা জানিয়েছেন বৃষ্টির জল শরীরের ক্লান্তি দূর করে এবং স্বাস্থ্য স্বাভাবিক রাতে সাহায্য করে। বৃষ্টির জলে উপস্থিত অ্যালকালাইন অ্যাসিডিটি কমায় ও হজমশক্তি বাড়ায়। এই অ্যালকালাইন ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দেয়। সংরক্ষণ করে রাখা বৃষ্টি জল প্রতিদিন দুই তিন চামচ খেলে পাকস্থলীর সমস্যা দূর হয়। এছাড়াও ঘামাচি নির্মূল করে ত্বক সুস্থ রাখে। সাধারণভাবে এই জল চুলের জন্য যথেষ্ট ভালো। তবে পরিবেশ দূষিত থাকলে সেই জলে স্নান করবেন না। #story #goodhealth #rainwater @ubanglatvofficial
What's Your Reaction?