বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামে

Apr 17, 2023 - 19:10
 0  1

কম খরচে বিলুপ্তপ্রায় দেশী মাগুর - শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে আয় ,হাজারো বেকারদের নতুন কর্মের দিশা। পলিথিন - চৌবাচ্চায় দেশী মাগুর - শিঙি মাছের পঞ্চাশ হাজার রেনুপোনা উৎপাদন করে এক লক্ষ টাকা লাভ। নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ে করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে হরিপদ দাস, বিশ্বজিত বর্মনের মতো যুবক। বাঁশ, পলিথিন, দড়ি ব্যবহার করে গোটা পাঁচেক ট্যাংক বানিয়েছেন হরিপদ। দশ ফুট চওড়া, বারো ফুট লম্বা ও দেড় ফুট গভীর এক একটা চৌবাচ্চার পরিমাপ। এই পলিথিন - চৌবাচ্চা পাইপ সবকিছু মিলিয়ে মোট হাজার বিশেক টাকা মূলধন লাগে। মাত্র বিশ হাজার টাকার মূলধন লাগিয়ে দেশী মাগুর - শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে এক একটা পলিথিন-চৌবাচ্চা থেকে এক লক্ষ টাকা লাভ হচ্ছে। আর এক উদ্যোগী যুবক বিশ্বজিত বর্মন “ বাজারে দেশি মাগুর শিঙির ভালোই চাহিদা রয়েছে, মাছ চাষিরা দেশি মাগুরের চারা নিয়ে গিয়ে চাষ করে লাভও পাবেন ভালো”। নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “কম খরচে অভিনব এই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এতে দেশী মাগুর-শিঙি মাছের উৎপাদন অধিক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব হবে। #youtube #medinipur #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow