বিজেপি সরকার ডারউইন তত্ত্বকে উপেক্ষা করছেন | U Bangla TV
বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণ করবার জন্য, প্রচলিত ডারউইন তত্ত্বকে উপেক্ষা করে, মানুষ ঈশ্বরের সৃষ্টি বলে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চলেছেন ।এদিন পশ্চিমবঙ্গ ব্রেক থ্রু সাইন্স সোসাইটির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হলো । অভিযোগ মানুষের বিবর্তনবাদ নিয়ে ডারউইনের তথ্য বিশ্ববন্দিত। তিনিই প্রথম পর্যবেক্ষণ করেন সকল প্রকার প্রজাতি কিছু সাধারণ পূর্ব পুরুষ থেকে উদ্ভূত হয়েছে।। তার এই পর্যবেক্ষণ তিনি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে বিবর্তনবাদের এই তথ্য ডারউইন তত্ত্ব বিশ্বখ্যাত হয়েছে।। বর্তমানে কেন্দ্র সরকারের এনসিইআরটি দশম শ্রেণীর পাঠক্রম থেকে ডারউইন তত্ত্ব বাদ দিয়ে দিয়েছে । তার পরিবর্তে মানুষ ঈশ্বরের সৃষ্টি বলে পাঠক্রমে অন্তর্ভুক্ত করেছেন । যা সম্পূর্ণই অবৈজ্ঞানিক বলে মনে করে পশ্চিমবঙ্গ ব্রেক থ্রু সাইন্স সোসাইটি । এদিন বিশ্ব বিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে , সংগঠনের জেলা সম্পাদক প্রণয় কুমার মন্ডল জানান। সারাদেশে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
What's Your Reaction?






