বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক | Jalpaiguri
বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক | Jalpaiguri
২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কোলকাতার ধর্মতলায় জনসমাবেশ থেকে আগামী ৫ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় রাজ্যের শাসক দলকে ধিক্কার জানিয়ে এক প্রতিবেদন পোষ্ট করেন জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি। সোস্যাল মিডিয়ায় এই পোষ্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে শহর জলপাইগুড়িতে। এবিষয়ে অম্লান বাবু বলেন,, ২১শে জুলাই কোলকাতার ধর্মতলায় ৫ই আগস্ট বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘিরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে শাসক দল তৃণমুল কংগ্রেস। এই কর্মসূচি অত্যন্ত অগণতান্ত্রিক বলেও তিনি জানান। এবিষয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদের বলেন,, অম্লান বাবু উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ! উনি যেটা সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঠিকই করেছেন। ওই দিনের জনসমাবেশে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে তৃণমুল কংগ্রেস বিক্ষোভ দেখানোর যে কর্মসূচি নিয়েছে তা অসাংবিধানিক।এ বিষয়ে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমুল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি বলেন, ৫ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছেন দলের নেত্রী। সে বিষয়ে কংগ্রেস, সিপিএম নেতাদের চিন্তার বিষয় নেই। শুধু মাত্র ব্লকে যে বিজেপি নেতা থাকেন তাদেরকে ঘিরেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এতে অম্লান বাবুরও চিন্তার কোন কারণ নেই। এতে ভয়ের কোন কারণ নেই বলে ও জানান তপন বাবু। #jalpaiguri #mamtabanerjee #breakingnews #abhishekbanerjee #tmc #newslive #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?