বাংলার ঐতিহ্য বিষ্ণুপুরের বালুচরী সিল্ক শাড়ি

Mar 29, 2023 - 01:13
Mar 31, 2023 - 02:33
 0  11

ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে ১৮-১৯ শতকের আমলে সোনা মুখী সিল্কের প্রভাব বিস্তার হয় আমাদের দেশে । সেই সিল্কের জন্য বিষ্ণুপুর আজও বিখ্যাত। বিষ্ণুপুর হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি শহর ও পৌরসভা। এটি ভগবান বিষ্ণুর নামে নামকরণ করা হয়েছে, যিনি 17 এবং 18 শতকে মল্ল রাজাদের উপাসিত দেবতা এবং বিষ্ণুপুর ছিল মল্ল রাজ্যের রাজধানী। এটি সিল্ক শাড়ি, বিশেষ করে বিলাসবহুল বালুচরী সিল্ক শাড়ি উৎপাদনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। এছাড়াও, বিষ্ণুপুর সূক্ষ্ম, হালকা ওজনের সিল্ক শাড়িও তৈরি করে যেগুলি একটি নরম, মসৃণ টেক্সচার এবং সুন্দরভাবে ড্রেপ করে। বিশেষ করে বালুচরি সিল্ক। বালুচরি সিল্কের সাথে সাথে হালকা সিল্কের শাড়ী গুলো খুবই বিখ্যাত ভারতে। তবে বিশেষ একটি বিষয় এখানে অবিশ্যই উল্লেখযোগ্য যে এই সিল্ক যার জন্য বিষ্ণুপুর বিখ্যাত সেই সিল্ক বিষ্ণুপুর নয় মালদা ও মুর্শিদাবাদ থেকে আনানো হয়। কারণ বিষ্ণুপুরে সিল্ক পাওয়া যায় না । বিষ্ণুপুরের ১৫% জনসংখ্যার বেশিরভাগ আয় এই সিল্ক শাড়ী থেকে আসে। এই সিল্ক শাড়ীর শিল্পর শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিক ভাবে বিষ্ণুপুর বাসী কে যথেষ্ট সাহায্য করেছিল।  @ubanglatvofficial  #bishnupur #bishnupurisilk #newsupdate #youtubevideo #bishnupurmela

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow