Tripura : বাংলাদেশের পদ্মার ইলিশ এলো আগরতলার বাজারে
পহেলা বৈশাখ ভুরিভোজ ছাড়া অসম্পূর্ণ। তাই, শনিবার পহেলা বৈশাখকে সামনে রেখে ভোজন রশিকদের কথা মাথায় রেখে আগরতলা বটতলাবাজারে ইতিমধ্যেই হাজির বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ। তবে, চাহিদার তুলনায় জোগান খানিকটা কম হলেও ফ্রেশ ইলিশ মাছ নিয়েই বাজারে খদ্দেরের অপেক্ষায় এখন মৎস্য ব্যবসায়ীরা। তবে দাম কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের অনেকটাই বাইরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম কেজি ১২০০ টাকা। ১ কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম পড়বে ১৪০০ টাকা। তার চেয়ে বড় এবং দেড় কেজি ওজনের ইলিশ মাছের দাম ১৫০০ টাকা। তবে শনিবার পহেলা বৈশাখের দিন ত্রিপুরায় প্রচুর সংখ্যক ইলিশ মাছের আমদানির সম্ভাবনা রয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?