পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে, চোরাই মদের বিশেষ অভিযান | U Bangla TV
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে, বর্ধমান সদর থানা এবং আবগারি দপ্তর যৌথ অভিযানে চোরাই মদের বিশেষ অভিযান করা হয়, বর্ধমান শহর লাগুয়া ৫ কিলোমিটার দূরে বিজয় রাম গ্রামে, সেখান থেকে বেশ কিছু চোলায় মদ এবং কেমিক্যাল জাতীয় লিকুইড পাওয়া যায়। পুকুরের জলে ফেলে দেওয়া হয় এবং যে সমস্ত বড় বড় হাঁড়ি পাওয়া যায় সেইগুলো নষ্ট করে দেওয়া হয়।
কার্যতঃ ড্রোন ক্যামেরার মাধ্যমে পাঁচটি এলাকাকে নজরবন্দী করা হয়। কেসরা পাড়া, আদিবাসী পাড়া ,কোড়া পাড়া, মালির মাঠ সহ বিস্তীর্ণ এলাকা।
মূলত কোথায় কোথায় বেআইনি চোলাই মদ তৈরি হয় কোথায় মদের ঠেক বসে এই সমস্ত বিষয়টি ড্রোন ক্যামেরার মাধ্যমে খতিয়ে দেখা হয় এবং চারিদিক থেকে পুলিশ ঘিরে আটক করা হয়। যদিও এই বিষয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বললে তারা কোনরকমে মুখ খুলতে চাননি।
What's Your Reaction?