Basirhat : পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক একাউন্ট ,সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের
বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, তার ফেসবুক ব্যবহার করে দেখা যাচ্ছে, ভবেশ পারিধি নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। প্রাথমিকভাবে ফেসবুক মারফত জানা গেছে ভবেশ পরিধি মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। ইতিমধ্যে সেই ফেসবুকের স্ক্রিনশট তুলে বসিরহাট সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছেন বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি। মনে করা হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ঠিকানা বদল করে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় বসিরহাট পুলিশ জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রাথমিক অনুমান অতিরিক্ত পুলিশ সুপারের ফেসবুক ছবি ব্যবহার করে একদিকে প্রভাবশালী হওয়ার চেষ্টা করছে অন্যদিকে এর সঙ্গে কোন সাইবারে বড়সড় চক্র যোগ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে বসিরহাট সাইবার ক্রাইমের আধিকারিক তদন্ত শুরু করেছে। কিন্তু এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি কোন মন্তব্য করতে চাইছেন না তদন্তের স্বার্থে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে জানিয়েছেন আপনারা সাবধান হোন ও সতর্ক থাকুন। #youtube #basirhat #basirhat_786 #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?