পুলিশি হেফাজতে বাড়িতে মানবাধিকার কর্মী সংগঠন
এপিডিআর এর সাত সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার বিকেলে মৃত সুরজিত ওরফে সাহেব সর্দারের পরিবারের সাথে দেখা করেন ৷ তার মা ও দাদার সাথে কথা বলেন তারা ৷ তারা আগামীকাল বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশান দেবেন ৷ এপিডিআরের দক্ষিন চব্বিশ পরগনা জেলা সম্পাদক আলতাফ আহমেদ জানান, তাকে বেআইনীভাবে লকআপে রাখা হয়েছিল ৷ গ্রেফতারের ক্ষেত্রে পিআরবি যে রুল তা মানা হয়নি ৷ এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবী করেন তারা ৷ ঘটনায় যে সমস্ত পুলিশ অফিসার জড়িত রয়েছেন তাদের অবিলম্বে সাসপেন্ড করার দাবী জানান ৷ এছাড়া সাহেবের পরিবারকে যাতে ২০ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়া হয় সেই দাবী জানান ৷ তাদের এই সমস্ত দাবী নিয়ে আগামীকাল তারা বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশান দেবেন বলে জানান। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসনকে ৷ #youtube #baruipur #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?