পুলিশি হেফাজতে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ আটক তিনজন
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশকে মান্যতা দিয়ে ত্রিপুরার বিভিন্ন থানার ওসি সহ বিভিন্ন পুলিশ কর্মীরা ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই মধ্যেই ত্রিপুরার ৮টি জেলায় প্রতিনিয়ত মারন নেশা ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল সহ কুখ্যাত নেশা কারবারীরা পুলিশের জালে ধরা পড়ছে। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় নেশাবিরোধী অভিযানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মারন নেশা ব্রাউন সুগার সহ ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট বিশালগড় থানা পুলিশের হাতে ধরা পড়ছে। অন্যান্য দিনের মতো গভীর রাতে বিশালগড় থানার পুলিশ সহ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা অফিসটিলা এলাকার কুখ্যাত নেশাকারবারী ও নেশা দ্রব্য আটক করে বিশালগড় থানায় নিয়ে আসেন। আটক হওয়া তিনজন কুখ্যাত নেশা কারবারীর বিরুদ্ধে বিশালগড় থানায় NDPS ধারায় মামলা গ্রহণ করেছ পুলিশ। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?