Assam : পাবলিক মিটিং চলাকালীন অসমীয়া গামছা পোড়ানোর ঘটনা সামনে আসছে

Apr 8, 2023 - 16:26
 0  9

অসমের লক্ষিনপুর জেলার দক্ষিণ নারায়ণপুরে গ্রাম পঞ্চায়েতের সচিব বীরধন পতি নিজের অফিসের সামনে জ্বালিয়ে দিল অসমীয়া নিজস্ব গামছা। গ্রাম পঞ্চায়েতের পাবলিক মিটিং চলার সময় এই ঘটনাটি ঘটেছে। পঞ্চায়েত অফিসে অন্তোদয় প্রকল্পের মিটিং চলাকালীন সচিব তাঁর কক্ষে প্রবেশ করেন এবং অফিসের সামনে একটি গামছা পুড়িয়ে দেন। অপরদিকে এক ব্যক্তি এই ঘটনাটি নিজের মোবাইল ক্যামেরায় বন্দী করেন। তারপর এই ঘটনাটি ভাইরাল হয়ে পড়ার পর জাতীয় সংগঠনের নেতা কর্মীরা এসে উপস্থিত হন। এবং সমস্ত ঘটনাটি পর্যবেক্ষণ করে নারায়ণপুরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাটি তদন্ত করার পর গ্রাম পঞ্চায়েতের সচিব বীরধন পতিকে আটক করে। পুলিশ তাকে আটক করার পর তিনি ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে তিনি অসমীয়া নিজস্ব গামছা পুড়িয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে এই গামছাটি ইঁদুরে কেটে দিয়েছিল তাই তিনি পুড়িয়ে দিয়েছেন। তার এই কথাটিতে কতটুকু সত্যতা রয়েছে সেটি যাচাই করার প্রয়োজন রয়েছে বলে এলাকাবাসীর দাবি । ঘটনা তদন্ত করছে পুলিশ। #youtube #assam #assamesenews #newsupdate @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow